Wellcome to National Portal
Welcome to Sherpur Polytechnic Institute

কারিগরি শিক্ষা নিলে, বিশ্বজুড়ে কর্ম মিলে।                                                       একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ।

ইনস্টিটিউট পরিচিতি
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম !!!

গাড়ো পাহাড়ের পাদদেশে অবস্থিত বৃহত্তর ময়মনসিংহের কারিগরি শিক্ষা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়রিং শিক্ষাক্রমের অন্যতম প্রতিষ্ঠান হল শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট।শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়াধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি কারিগরি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। দেশের মধ্যম স্তরের প্রকৌশলী তৈরীর লক্ষ্যে ২০০৪ খৃষ্টাব্দে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। বর্তমানে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের প্রথম সারির পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর মধ্যে অন্যতম। রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে সীমান্ত জেলা শেরপুর শহরের থেকে পাঁচ কিলোমিটার পূর্বে ভাতশালায় ঢাকা-শেরপুর মহাসড়কের পার্শ্বে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট অবস্থিত। প্রথম বর্ষে মাত্র ২০০ জন ছাত্র-ছাত্রী এবং ৪টি টেকনোলজি (সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি) নিয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়।  অত্র প্রতিষ্ঠানে চারটি টেকনোলজি রয়েছে - সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলিজি  এবং প্রায় দু্ হাজারের বেশি  শিক্ষার্থী অধ্যায়ন করছে। মোট ৩(তিন) একর ভূমির উপর প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ঢাকা-শেরপুর মহাসড়কটি পাশে অবস্থিত ।                                       


ভিডিও ও ম্যাপ

 

সামাজিক যোগাযোগ
প্রতিদিনের ছবি
  SELECT * FROM `npfministryadmin`.`npf_content_daily_photo` WHERE domain_id = 77911 AND active = 1 AND publish = 1 ORDER BY created DESC LIMIT 10